Header Ads

Header ADS

Covid-19 কি এবং এর থেকে রক্ষা পাওয়ার উপায় :


করোনাভাইরাস কী ?

COVID-19 - CO-এর অর্থ করোনা (Corona), V-এর অর্থ ভাইরাস (Virus) আর D-এর অর্থ ডিজিজ (disease)। 2019 novel coronavirus-ই হল COVID-19। এটি মারাত্মক সংক্রামক এই রোগ। ভাইরাস পরিবারের নয়া সদস্য এই করোনাভাইরাস।

কীভাবে ছড়িয়ে পড়ে COVID-19 ?

মানুষ থেকে মানুষেই ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। COVID-19 ভাইরাসে আক্রান্ত কারও হাঁচি বা কাশির সময়ে মুখ যদি না ঢাকেন তাহলে হাঁচি-কাশির সেই ছিটেফোঁটা থেকে ওই জায়গায় উপস্থিত কারও করোনাভাইরাস ছড়িয়ে পড়ার অনেক সম্ভাবনা থাকে।
গবেষকদের পরামর্শ, এই রোগের লক্ষণ ধরা পড়ার আগেই অন্য কারও শরীরে ছড়িয়ে পড়তে পারে COVID-19 ভাইরাস।

কীভাবে  COVID-19 থেকে রক্ষা পাওয়া যায় ?

ক্রমেই ভয়ংকর হয়ে উঠছে নোভেল করোনাভাইরাস। চিনের উহানে প্রাদুর্ভাব ঘটে COVID-19-এর। যা এখন ৭০টি দেশে ত্রাস হয়ে উঠেছে। আক্রান্তের সংখ্যা ৯০,০০০ ছাড়িয়েছে। এখনও পর্যন্ত কোনও প্রতিষেধক বা ওষুধ নেই। সেরে ওঠার নিশ্চয়তাও নেই। কাজেই এই রোগ প্রতিরোধের একমাত্র উপায় এখন নিজেরা সতর্ক থাকা।
নিয়মিত সাবান কিংবা অন্যকোনো প্রতিষেধক দিয়ে  ভালোভাবে দুই হাত ধৌত করা। মুখে মাস্ক পরা এবং প্রয়োজন অনুযায়ী ঘরের বাইরে না যাওয়া। 

No comments

Powered by Blogger.