Header Ads

Header ADS

Second Chance Education । Dhaka । Bangladesh

What is Second Chance Education?
সেকেন্ড চান্স এডুকেশন কিঃ
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো- হলো বাংলাদেশ সরকারের একটি ব্যুরো। এটি যে সকল ব্যক্তি আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করতে পারে নাই, সেই সকল ব্যক্তিদের জন্য কাজ, শিক্ষা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার নামই সেকেন্ড চান্স এডুকেশন বা ঝরে পড়া শিশু।
এ সংস্থার সদর দপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত। এ ব্যুরোর প্রধানের পদবি হলো-মহাপরিচালক।


উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো-এর ইতিহাস ঃ

ব্রিটিশ শাসনামলে ১৯১৮ সালে নৈশ বিদ্যালয়ে বয়স্ক শিক্ষা কার্যক্রম চালুর মাধ্যমে বাংলাদেশে উপানুষ্ঠানিক শিক্ষা প্রথম চালু হয়। উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তর ১৯৯২ সালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সংযুক্ত বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত হয়।
২০০৫ সালে উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তর-কে বিলুপ্ত করে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো নামে প্রতিষ্ঠা করা হয়।


  • গঠিত                 ঃ ২০০৫
  • সদর দপ্তর         ঃ ঢাকা, বাংলাদেশ।
  • যে অঞ্চলে কাজ করে ঃ বাংলাদেশ।
  • দাপ্তরিক ভাষা ঃ বাংলা।
  • ওয়েবসাইট ঃ www.bnfe.gov.bd

1 comment:

  1. SUNZONE® sunscreen with zinc oxide and titanium dioxide
    SUNZONE® is manufactured and certified by samsung galaxy watch 3 titanium the titanium flask Government of everquest titanium India. Its patented features are high performance apple watch aluminum vs titanium and effective titanium granite

    ReplyDelete

Powered by Blogger.